Monday, July 23, 2018

এই ছবিই আজ হিটলারের দেশ থেকে মেচুত ওজিল এর বিদায়ী বার্তার কারন হয়ে দাঁড়িয়েছে।

এই ছবিই আজ হিটলারের দেশ থেকে মেচুত ওজিল এর বিদায়ী বার্তার কারন হয়ে দাঁড়িয়েছে।
গত মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর সাথে ছবিটি তোলার পরই জার্মানির রাজনীতিবিদরা শুরু করে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন ওজিল এর সমালোচনা করে। এর জবাবে এজিল বলেন, এটা রাজনীতি বা নির্বাচন ছিল না, এটা ছিল আমার পরিবারের দেশের সবচেয়ে বড় পদটাকে শ্রদ্ধা জানানো"
২০১৮ বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় ওজিলকে সবাই দোষারোপ করছে এ কারনে ওজিল ক্ষোদ্ধ হয়ে আরো বলেন যখন আমরা জিতি তখন আমি জার্মান, আর যখন আমরা হারি তখন আমি অভিবাসি"
এই ক্ষোভ আর বর্ণবাদ আচরণের জন্য জার্মানির জাতীয় টিম থেকে অবসরের ঘোষণা এই ২৯ বছর বয়সি আর্সেনাল মিডফিল্ডারের এর।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner